হজযাত্রী নিয়ে প্রথম জাহাজ জেদ্দায়
পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশে থেকে বিমানযোগে সৌদি আরবে যাচ্ছেন মুসল্লিরা। তবে, কিছু মুসল্লি সমুদ্রপথে জাহাজে করে সৌদি গেছেন।
গত ২৭ মে (সোমবার) হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, চলতি বছর জাহাজে করে মুসল্লি আসা এটিই প্রথম। সুদান থেকে আসা এসব মুসল্লিদের জেদ্দা বন্দর কর্তৃপক্ষ ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সৌদি বন্দর কর্তৃপক্ষ জানায়, সমুদ্রপথে হজযাত্রীদের আগমন ও প্রস্থান সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে পণ্য পরিবহন ও হজযাত্রীদের নিরাপদ আগমন করতে এ উদ্যোগ নেওয়া হয়।
হজ পালন করতে গত ২৬ মে পর্যন্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯৫৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে আকাশপথে পাঁচ লাখ ২৩ হাজার ৭২৯ জন, স্থলপথে ৯ হাজার ২১০ জন এবং সমুদ্রপথে ১৯ জন সৌদি প্রবেশ করেন।
এদিকে, ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন