ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডিগ্রি তৃতীয় শিক্ষকরাও হতে পারবেন সহকারী অধ্যাপক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ , ০৮:৩১ এএম


loading/img
ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে কর্মরত তৃতীয় শিক্ষকদের পদোন্নতি ও উচ্চতর বেতন স্কেল প্রাপ্তির সুযোগ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী আগামীতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ পাবেন তারাও।  

বিজ্ঞাপন

সোমবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তৌহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.৫ অনুচ্ছেদে ‘অন্যান্য প্রভাষকগণ এমপিওভুক্তির ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন’। বাক্যটিতে ‘অন্যান্য প্রভাষক’ বলতে এমপিওভুক্ত ডিগ্রি স্তরে কর্মরত ‘তৃতীয় শিক্ষক’ বুঝাবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে কর্মরত তৃতীয় শিক্ষকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী সহকারী অধ্যাপক পদে পদোন্নতি কিংবা উচ্চতর স্কেল প্রাপ্য হবেন। 
 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |