তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুন ২০২৪ , ০২:১৭ এএম


তথ্য অধিকার আইন, পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-’২৪ এর আওতায় তথ্য অধিকার আইন, ২০০৯ এর বিধিমালা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবাগ্রহিতাদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার কাউন্টার কক্ষে (ডিজিটাল এটেস্টেশন সেন্টার) এ সভা  অনুষ্ঠিত হয়

সভায় ২৫ জন কনস্যুলার সেবাগ্রহিতা অংশগ্রহণ করেন তথ্য অধিকার আইন, ২০০৯ এর মাধ্যমে কিভাবে তথ্যসেবা আরও ভালভাবে পাওয়া সম্ভব, সে বিষয়ে তারা ধারণা লাভ করেন সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মিজ্সেহেলী সাবরীন

বিজ্ঞাপন

তথ্যপ্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়া, তথ্য পেতে কতদিন সময় প্রয়োজন, কোন কোন ধরনের প্রতিষ্ঠান এই আইনের আওতায় তথ্য প্রদান করে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কী কী ধরনের প্রকাশ করা হয়েছে ইত্যাদি বিষয়সহ তথ্য অধিকার আইন, ২০০৯ এবং এর বিধিমালায় অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করা হয়

জনকূটনীতি অনুবিভাগের পরিচালক . ভেনিসা রড্রিক্স এইচ এম মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী সচিব মিজ্ শুকলা বনিক এবং সহকারী সচিব জনাব মো. সোপান তালুকদার সভায় উপস্থিত ছিলেন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission