• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বহু প্রতীক্ষিত সুপারবাইক আনলো কাওয়াসাকি

আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১৭:৫৫
ছবি: সংগৃহীত

নতুন সুপারবাইক নিনজা জেডএক্স-৪আরআর আনলো জনপ্রিয় বাইক সংস্থা কাওয়াসাকি। ভারতীয় বাজারে বহু প্রতীক্ষার পর এই বাইক আনলো সংস্থা। এই বাইকে ৩৯৯ সিসি লিকুইড কুল্ড ইনলাইন-ফোর ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৭৭ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক তৈরি করতে পারে।

যদিও স্ট্যান্ডার্ড মডেলের ফ্রেমের সঙ্গে বড় কোনো পার্থক্য নেই নিনজা জেডএক্স-৪আরআর এর। তবে সাসপেনশনে তফাৎ রয়েছে। নতুন এই মডেলের সামনের সাসপেনশনে সামনে মিলবে অ্যাডজাস্টেবেল প্রি-লোড ফর্ক এবং পেছনে মনোশক। এতে বাই-ডাইরেকশনাল কুইকশিফটারও দেওয়া হয়েছে।

এই স্পোর্টস বাইকে কাওয়াসাকির সিগনেচার ডিজাইন রেসিং গ্রিন রঙের সঙ্গে পাওয়া যাবে। এই বাইকে স্পোর্ট, রেইন, রোড এবং রাইডারসহ একাধিক রাইডিং মোড রয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও পাওয়া যাবে। কাওয়াসাকি জেডএক্স-৪আরআর বাইকের টপ স্পিড ২৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কাওয়াসাকি বাইকের ক্ষেত্রে তার গতি, পারফেকশন এবং শক্তিশালী ইঞ্জিন অনেক বেশি প্রভাব রাখে। সেই বিভাগে কমতি রাখেনি কোম্পানি। উপরন্তু, উন্নত সাসপেনশন এবং ফিচার্স যোগ করা হয়েছে বাইকে, যা রাইডারকে আরও বেশি আকৃষ্ট করতে পারে।

ভারতীয় রুপিতে বাইকের দাম রাখা হয়েছে ৯ লাখ ১০ হাজার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৮১ হাজার টাকা। এর থেকে দামি ভারতে আর কোনো ৪০০ সিসির মোটরসাইকেল নেই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই স্বাভাবিক হচ্ছে না ভারতের ট্যুরিস্ট ভিসা
মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে: সারজিস 
বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত: গোলাম পরওয়ার