• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইআরসি ফাইনালে আইইউটির আলতাইরের অভিযাত্রা

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৬:২৭
ছবি : সংগৃহীত

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) মার্স রোভার টিম প্রজেক্ট আলতাইর ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি) ২০২৪ এর ফাইনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ইআরসির এবারের কোয়ালিফাইয়ারে প্রজেক্ট আলতাইর ২৩তম স্থান অর্জন করে, পাশাপাশি বাংলাদেশী দলগুলোর মধ্যে প্রথম ও এশীয় দলগুলোর মধ্যে তৃতীয় স্থান লাভ করে। প্রজেক্ট আলতাইরের পরবর্তী লক্ষ্য পোল্যান্ডের ফাইনালে বিজয়ী হওয়া।

বিশ্বের ২৩টি দেশের ৬৯ দলের মধ্য থেকে মাত্র ২৭টি দল ফাইনালে উত্তীর্ণ হয়। প্রজেক্ট আলতাইর এর আগেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। উল্লেখযোগ্যভাবে, ইআরসি ২০২৩-এ তারা পুরো বিশ্বে ১৭তম স্থান অর্জন করে এবং পরে ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ (২০২৪)-এ বেস্ট সাইন্স টাস্ক এওয়ার্ড ও ষষ্ঠ স্থান লাভ করে।

টিম প্রজেক্ট আলতাইর এবারও নিজেদের গতবারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়