• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ২০:৫০
ফাইল ছবি

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত কয়েক দিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে, যা আগামী তিন দিনও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

সংস্থাটি জানায়, মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরের দুই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের আবহাওয়ার অবস্থা অনুরূপ থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন

  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টি নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
রাতেই যেসব জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস