• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ২০:২৮
ফাইল ছবি

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত কয়েক দিন ধরে সারা দেশেই বৃষ্টি হচ্ছে, যা আগামী তিন দিনও তা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

সংস্থাটি জানায়, বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের দুই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের আবহাওয়ার অবস্থা অনুরূপ থাকতে পারে।

অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন

  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে যে ১৪ অঞ্চলে ঝড়
২৪ ঘণ্টায় ৬ জেলার বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
রাতের মধ্যে ২০ অঞ্চলে ঝড়, হুঁশিয়ারি সংকেত