• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল এনটিআরসিএ

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৮:১৪
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (৭ জুলাই) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ যুগ্ম সচিব (সদস্য, শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘আগামী ১২ ও ১৩ জুলাই স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পরীক্ষা পেছানোর সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট সৃষ্টি হয়। তাই নির্ধারিত দিনেই আমরা পরীক্ষা নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘তবে সরকারি কোনো নির্দেশনা থাকলে সেটা বিবেচনা করা যেতে পারে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চিত থাকতে পারেন যে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পদ্ধতিতে এনটিআরসিএ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ
লিখিত পরীক্ষা দেননি ১ লাখ ৩১ হাজার প্রার্থী