• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বহিষ্কার ৫

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৪, ২১:২৭
ফাইল ছবি।

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও শনিবার। স্কুল ও কলেজ পর্যায়ের এই দুই দিনে মোট পাঁচজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার কলেজ পর্যায়ের পরীক্ষায় দুই বিভাগের তথ্য বাদে উপস্থিতির হার ছিল ৭২ শতাংশ। আজ ঢাকা বিভাগেই বহিষ্কার হয়েছেন দুইজন পরীক্ষার্থী। শনিবার বহিষ্কার হওয়াদের মধ্যে একজন হলেন মিরপুর বাংলা স্কুল কেন্দ্রের ও অপরজন যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী। শুক্রবার তিনজন বহিষ্কার হয়েছিলেন। তাদের মধ্যে দুইজন ময়মনসিংহ বিভাগে, আর একজন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে দেশের আটটি বিভাগীয় শহরে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হয়েছে। গতকাল শুক্রবার একই সময়ে স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ চাকরিপ্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতির কাছে চাঁদা দাবি, সেই যুবদল নেতা বহিষ্কার
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ সমর্থককে বহিষ্কার
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার