যে কারণে দায়িত্ব ছাড়লেন কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক নূর
কোটা সংস্কার আন্দোলনকে ‘সরকার বিরোধী আন্দোলন’ হিসেবে আখ্যা দিয়ে দায়িত্ব ছেড়েছেন সিলেট অঞ্চলের সহ-সমন্বয়ক নূর মো.বায়েজীদ।
সোমবার (১৫ জুলাই) থেকে আন্দোলনের কোনো কার্যক্রমেই অংশগ্রহণ করেননি তিনি। রোববার এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমন্বয়কের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
জানা গেছে, নূর মো.বায়েজীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একজন সহ- সমন্বয়ক ছিলেন। প্রথম থেকে সক্রিয় ভূমিকায় থাকলেও আন্দোলনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে সমন্বয়কের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
বায়জিদ তার পদ থেকে অব্যাহতি নেওয়ার আগে কোটা আন্দোলনকারীদের একটি গ্রুপে দুঃখ প্রকাশ করে তার মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে মেধার মূল্য না কোনো দিন ছিল, না আছে, থাকবে কি না সেটাও জানিনা। এই দেশ সারাজীবন টাকা-ক্ষমতা-পাচাটাদের হাতেই বন্ধি ছিল, ভবিষ্যতেও থাকবে।’
নূর মো.বায়েজীদ বলেন, ‘আমি এই বিশ্বাস নিয়ে আন্দোলনে এসেছিলাম যে, সকল প্রকার দলমতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের সকল সাধারণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে ন্যায়ের পক্ষে। কিন্তু, ইদানিং আমার সমন্বয়ক কমিটির কিছু বন্ধুসহ, শাবিপ্রবিতে আমার আন্দোলনের সাথে থাকা অনেক সহকর্মীদের কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে, তারা এই আন্দোলনে এসেও তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা বজায় রেখে সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে যাচ্ছে। যা, এই আন্দোলনের মূল মোটিভকে প্রশ্নবিদ্ধ করে।’
পরিশেষে তিনি বলেন, ‘তাই, আমি সজ্ঞানে, চিন্তাভাবনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আমি আর এই আন্দোলনের সাথে নেই। অবশেষে, ১৯৫২ সালের ভাষাশহীদ এবং ১৯৭১সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং গাজী হওয়া সকলকে স্মরণ করার মাধ্যমে আমি এই আন্দোলন থেকে সরে দাঁড়ালাম ‘
মন্তব্য করুন