৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিলো মেটা
অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কো ব্যক্তিদের টার্গেট করে যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
বুধবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
নাইজেরিয়ায় অনলাইনে যারা প্রতারণা করে তারা ‘ইয়াহু বয়’ নামে পরিচিত। মূলত দেশটিতে অর্থনৈতিকভাবে অভাবে থাকা ব্যক্তিরা এ কাজের সঙ্গে জড়িত। তারা দেশটির আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের বেশি মুনাফা দেওয়ার কথা বলে বিনিয়োগের আহ্বান জানিয়ে থাকে।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, ইনস্টগ্রামের ৬৩ হাজার অ্যাকাউন্ট বন্ধসহ ৭ হাজার ২০০ ফেসবুক পেইজও বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এসব ফেসবুক পেইজ থেকে প্রতারকরা বিভিন্ন তথ্য প্রচার করত।
নাইজেরিয়ার এসব ব্যক্তিরা কাউকে টার্গেট করে অনেক সময় ভুয়া ছবি পাঠাত। যতক্ষণ পর্যন্ত তারা অর্থ না পেতে ততক্ষণ পর্যন্ত ওইসব ব্যক্তিদের হয়রানি করত ‘যৌন প্রতারকরা।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিসিং এন্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন সেন্টারকে মেটা জানিয়েছে, প্রাপ্তবয়স্কো ব্যক্তিদের টার্গেট করে প্রতারকরা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা উঠতি বয়সী ব্যক্তিদেরও টার্গেট করে।
মেটা আরও জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বন্ধে এবারই প্রথম কার্যক্রম গ্রহণ করা হয়নি, বরং বিষয়টি সম্পর্কে সচেতন করতে তারা এটি প্রকাশ্যে এনেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা বিভিন্ন অভিযোগ এনেছে। যার মধ্যে রয়েছে শিশুদের যৌন হয়রানির ঘটনা। যদিও ফেসবুক বারবারই শিশুদের যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করে আসছে।
মন্তব্য করুন