• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কথা রেখেছে ঢাবি প্রশাসন, মুক্ত হলো ১৭ শিক্ষার্থী 

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৫:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনের মধ্যস্থতায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিশ্ববিদ্যালয়টির ১৭ শিক্ষার্থীকে মুক্ত ও আটকে পড়া ৫ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটক হওয়া মোট ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছি। সোমবার পর্যন্ত ১৫ জন শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছিল। পরে মঙ্গলবার ডিবি অফিস থেকে দুজনকে মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যেকোনো জায়গায় বিপদে পড়লে প্রশাসন তাদের সে সমস্যা দূর করার চেষ্টা করে থাকে।’

এসব শিক্ষার্থী হলেন—ফিন্যান্স বিভাগের এম এ তামিম, ভূগোল ও পরিবেশ বিভাগের সাদমান আব্দুল্লাহ, দর্শন বিভাগের মুক্তার আহমেদ ও রুকু খাতুন, শিল্পকলা বিভাগের ইমরান সাদমান, ইশরাক তৈমুর ও ইমরান মিয়া, বাংলা বিভাগের মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আবিদ হাসান। আরবি বিভাগের আবিদ হাসান রাফি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নাজমুল হাসান শান্ত, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের মাসুম বিল্লাহ, ব্যাংকিং বিভাগের খাইরুল আজিম, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) রুবায়েত ফেরদৌস রনিন, ওএসএল বিভাগের রাশেদ খান আবিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোস্তাক তাহমিদ ও মার্কেটিং বিভাগের আরমান খান।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদের সহকারী প্রক্টর মো. হাসান ফারুক (মোবাইল-০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ফারজানা আহমেদের (মোবাইল ০১৭১১-৫৭৬-৩৮৯) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হলো।

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির
বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিলো সরকার
চাঁদপুরে চরাঞ্চলে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ