• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

যেসব স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৩:৩৯
ফাইল ছবি

বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বেশ কিছু মডেলের স্মার্টফোনে আর কাজ করবে না। এসব ফোনে চালানো যাবে না সামাজিক যোগাযোগের এই অ্যাপ। জানুন এসব মডেলের তালিকায় আপনার হাতের ফোনটিও আছে কিনা।

স্যামসাং ফোন- স্যামসাং গ্যালাক্সি Ace প্লাস, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এক্সপ্রেস ২, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড, স্যামসাং গ্যালাক্সি নোট ৩, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ, স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৪ জুম- এইসব ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

মোটরোলার তৈরি একাধিক ফোনেও হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। মোটো জি, মোটো এক্স- এই দুই মডেলে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

হুয়াওয়ের বেশ কয়েকটি ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এই তালিকায় রয়েছে Huawei Ascend P6, Huawei Ascend G525, Huawei C199, Huawei GX1s, Huawei Y625- এইসব ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

সনির তৈরি কয়েকটি ফোনেও বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। সনি এক্সপিরিয়া জেড১ এবং সনি এক্সপিরিয়া ই৩- এই দুই ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপ।

এলজির তৈরি বেশ কিছু ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপ। এলজি অপটিমাস ৪এক্স এইচডি, এলজি অপটিমাস জি, এলজি অপটিমাস জি প্রো, এলজি অপটিমাস এল৭- এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

অ্যাপেলের আইফোনের বেশ কিছু মডেলেও হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে না আর। এই তালিকায় রয়েছে আইফোন ৫, আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস।

আইফোনে আইওএস ১২ কিংবা তার থেকে বেশি ভার্সনের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে। অন্যদিকে অ্যানড্রয়েড স্মার্টফোনে ভার্সান ৫.০ কিংবা তার থেকে বেশি ভার্সনের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে আগামী দিনে।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন চমক আনলো হোয়াটসঅ্যাপ
স্মার্টফোনের আসক্তি দূর করতে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে: আসিফ মাহমুদ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চমক আনছে হোয়াটসঅ্যাপ
বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে