• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

প্রক্টরসহ ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ২০:৪১
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে তারা সবাই পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

‘ব্যক্তিগত কারণে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ১৩ জন সহকারী প্রক্টর উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা যায়।

পদত্যাগ করা সহকারী প্রক্টররা হলেন- বিজ্ঞান অনুষদের লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের নাজির হোসেন খান, সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের সউদ আহমেদ, কলা অনুষদের সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের মোস্তাফিজুর রহমান, কলা অনুষদের মোহাম্মদ ইমাউল হক সরকার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ
পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান
ঢাবিতে যানচলাচল সীমিতসহ যে নির্দেশনা দিলো প্রশাসন
সহকারীকে নিয়ে দ্বন্দ্ব, পাকিস্তানি কোচের আকস্মিক পদত্যাগ