• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১২:১১
ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চতুর্থ ধাপের আবেদন শুরু হচ্ছে রোববার (১১ আগস্ট) থেকে। তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও আসন খালি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) রাতে চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে।

আর শিক্ষার্থীর নিশ্চায়ন শুরু হবে ১৮ আগস্ট, চলবে ১৯ আগস্ট পর্যন্ত (রাত ৮টা)। সব প্রক্রিয়া শেষে চতুর্থ ধাপে কলেজে ভর্তি শুরু হবে আগামী ২০ আগস্ট।

এদিকে চতুর্থ ধাপেই ভর্তির আবেদনের সর্বশেষ ধাপ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বলা হয়েছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, এগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর পিছিয়ে যায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ। একই সঙ্গে বন্ধ থাকে চতুর্থ দফার কলেজে ভর্তির অনলাইনে আবেদন।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ৩০ সেপ্টেম্বর শুরু
চাকরি দেবে এসিআই, থাকবে বিদেশ ভ্রমণের সুযোগ
জনবল নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে