• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ২১:৩৪
ফাইল ছবি

পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

রোববার (১১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ই-মেইলে এ পদত্যাগপত্র দেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি গণমাধ্যমকে‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মশিউর রহমান।

২০২১ সালের ৩০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন ভিসি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম
নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
উপাচার্য নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের