• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

মালয়েশিয়ায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ০৮:১৯
সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দেশটির পাহাং রাজ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মালয়েশিয়ায় একটি করাত কলে কাজ করতেন মোহাম্মদ আদম। শুক্রবার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সী এক নারী ও তার ৫ বছর বয়সী ছেলে আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িচালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০
বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল