• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

১৮ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ০৩:০৫
ফাইল ছবি।

ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ রোববার, ১৮ আগস্ট ২০২৪। ৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি:
১২০১ - রিগা শহর প্রতিষ্ঠিত হয়।
১৫৮৭ - আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।
১৮০০ - লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সেদেশের সম্রাট হিসাবে আত্ম প্রকাশ করেন ।
১৮১২ - স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।
১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে ।
১৯৪৫ - তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।
১৯৫৮ - সাঁতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেন।
১৯৫৮ - ব্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।
১৯৬১ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।
১৯৬৩ - জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৭১ - ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
১৯৭৪ - ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় ।
২০০৮ - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম:
১৮৫০ - ফরাসি সাহিত্যিক বালজাক।
১৯৩৩ - প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কি।
১৯৩৬ - ভারতের কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার।
১৮৭২ - বিখ্যাত বৃটিশ দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেল।
১৯৪৯ - নাট্যকার সেলিম আল দীন।

মৃত্যু:
১২২৭ - চেঙ্গিস খান।
১৮৯৮ - শিক্ষাবিদ ‘জ্ঞানান্বেষণ সমিতি’র পুরোধা রামতনু লাহিড়ী।
১৯৪৫ - লেখিকা ও আধুনিক বাংলা গানের রচয়িতা সরলাদেবী চৌধুরানী।
১৯৬৮ - সাংবাদিক ও রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ ।
১৯৬৯ - সম্পাদক ও কবি হুমায়ুন কবির।
১৯৭৫ - রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা শওকত আলী।
১৯৮০ - রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভারতীয় গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা দেবব্রত বিশ্বাস।
১৯৯৮ - ভারতীয় মডেল ও অভিনেত্রী পার্সিস খামবাট্টা।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৯ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
১৮ সেপ্টেম্বর: ইতিহাসের আজকের এই দিনে
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, বাড়তে পারে দেশেও