• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

এক দিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে টেন মিনিট স্কুল

আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ১৮:১৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে দুই রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি দুই প্রতিষ্ঠান। ফলে দেশব্যাপী মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে।

ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অন্তত এক দিনের বেতনের অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন।

এবার সেই তালিকায় নাম লেখালো অনলাইনভিত্তিক জনপ্রিয় শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। শুধু কর্মীদের একদিনের বেতনের অর্থই নয়, সমপরিমাণ অর্থ টেন মিনিট স্কুলের ফান্ড থেকেও দেওয়া হবে।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক তার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেন, আমাদের টিচার এবং কর্মীরা সম্মতিক্রমে একদিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। টেন মিনিট স্কুলও সমপরিমাণ অর্থ যোগ করবে এ উদ্যোগে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালেন্সিয়াকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে ফিরল বার্সেলোনা
ব্রাজিলকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
৩ জেলায় চাকরি দিচ্ছে টেন মিনিট স্কুল