২৮ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আজ বুধবার, ২৮ আগস্ট ২০২৪। ১৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।
ঘটনাবলি :
১১৮৯ - তৃতীয় ক্রুসেড শুরু হয়।
১৫১১ - পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১৬১৯ - দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৮৪৫ - সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮৫০ - হনুলু শহরের মর্যাদা পায়।
১৮৮৩ - ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
১৯১৬ - জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯ - জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
১৯৭১ - মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত।
১৯৯০ - ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
১৯৯৭ - ইসরাইল বেহেত্লহেম থেকে অবরোধ তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন।
জন্ম :
১০২৫ - জাপান সম্রাট গো-রেইজেইয়ে।
১৫৯২ - বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলিয়ার্স।
১৭৪৯ - মহাকবি গ্যাটে।
১৮২৮ - খ্যতানাম রুশ লেখক ও সাহিত্যিক লিও তলস্তয়।
১৮৪৯ - জার্মানীর খ্যাতনামা লেখক ও কবি ভন গেটে।
১৮৫৫ - সাহিত্যিক-সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী।
১৯৬৫ - জনপ্রিয় কানাডীয় ফোক-মিউজিক ও পপ গায়িকা শানিয়া টোয়েইন।
মৃত্যু :
৬৫৬ - হযরত সালমান ফারসী (র:)।
১৩৪১ - আর্মেনিয়ার রাজা পঞ্চম লিও।
১৪৮১ - পর্তুগালের পঞ্চম আফোনসো।
১৯৮০ - রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
১৯৮৭ - শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান।
১৯৯০ - বাংলা ও হিন্দী চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবী।
২০১৬ - কবি শহীদ কাদরী।
মন্তব্য করুন