ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ত্রাণ বিতরণ

আরটিভি নিউজ

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ , ০৭:২১ পিএম


loading/img

গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ সকল কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীরা ৬০ বছর চাকরি সম্পন্ন করার পরেও কোন ধরনের পেনশন ভাতা পান না। এই বৈষম্য অবসানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা আন্দোলন স্থগিত করে ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। 

উল্লেখ্য, ১৮৮৯ সালে কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা বাংলাদেশে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে।  এই বিদ্যালয়গুলোতে ১১৫০জন শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছে । এসব বিদ্যালয়ের সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দিনমজুর সমাজের ছিন্নমূল আটাশ হাজার শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। 

বিজ্ঞাপন

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |