• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ত্রাণ বিতরণ

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১

গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ সকল কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীরা ৬০ বছর চাকরি সম্পন্ন করার পরেও কোন ধরনের পেনশন ভাতা পান না। এই বৈষম্য অবসানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা আন্দোলন স্থগিত করে ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, ১৮৮৯ সালে কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা বাংলাদেশে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ১১৫০জন শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছে । এসব বিদ্যালয়ের সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দিনমজুর সমাজের ছিন্নমূল আটাশ হাজার শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যাদুর্গতদের মাঝে এমরান সালেহ প্রিন্সের ত্রাণ বিতরণ
নোয়াখালীতে ১০ হাজার পরিবারের মাঝে পপির ত্রাণ বিতরণ
কুমিল্লায় বন্যার্তদের মাঝে ঢাকা মহানগর যুবদলের ত্রাণ বিতরণ
হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ