• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৮
ফাইল ছবি

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান বেতন-ভাতা পেতে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে মাদরাসা অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগির এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মাদরাসা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে। তা অনুমোদন হলে সংযুক্ত ইবতেদায়ীর শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাবেন।

জানা গেছে, বর্তমানে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা ১৬তম গ্রেডে বেতন পাচ্ছেন। প্রারম্ভিক স্কেল ৯৩০০ টাকা এবং ঈদ বোনাস ২৩২৫ টাকা পান। ১৩তম গ্রেডে উন্নীত হলে তারা ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন ও উচ্চতর স্কেল পাচ্ছেন ২৮৪২ শিক্ষক-কর্মচারী
শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা বিধান রঞ্জন