• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

মালয়েশিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৫
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের বুকিত বারু সিটি পার্কে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব উল্লাহ (৩৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাবিব উল্লাহকে (৩৯) তামান পারকোটায় রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি লনমাওয়ার বা ঘাস কাটার মেশিন পাওয়া যায়।

মেলাকা টেঙ্গাহ জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগ দ্বারা ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

৩৯ বছর বয়সি হাবিবের মরদেহ মেলাকা হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকস্মিক মৃত্যু হিসেবে একটি মামলা নথিভূক্ত হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি