• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে ২২২ বাংলাদেশি আটক

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২
মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে ২২২ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবৈধভাবে চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে কয়েকটি এজেন্সি থেকে ২২২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজ্যের কুলিম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

জানা গেছে, এজেন্সিগুলোর বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে বিভিন্ন চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কাজ করার অভিযোগ ছিল। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এজেন্সিগুলো থেকে মোট ২২৮ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি। বাকি ৬ জনের মধ্যে ৫ জন চীন ও একজন ভারতের নাগরিক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আটকদের আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

কেদাহ ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের সেবা দিয়ে আসছিল বলে তদন্তে দেখা গেছে। এক্ষেত্রে প্রচারণা চালানোর জন্য এজেন্সিগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো ব্যবহার করে আসছিল।

মোহাম্মাদ জেইন আরও বলেন, কর্মসংস্থান সংস্থা বেছে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া সংস্থাটি মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ‘ভালো’ ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা 
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল