• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ঢাকায় থামলেও কয়েকটি বিভাগে বৃষ্টিপাত অব্যাহত

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। শনি ও রোববার টানা দুইদিন ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকায় বৃষ্টিপাত বন্ধ হয়েছে। দেখা মিলেছে সূর্যের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে আজও দেশের চার বিভাগে বৃষ্টি থাকবে, তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কমবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

আরও বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে।

এ ছাড়া রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিন যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
সাগরে ফের লঘুচাপের শঙ্কা, টানা বৃষ্টির দুঃসংবাদ
সন্ধ্যা ৬টা পর্যন্ত যেমন থাকতে পারে আবহাওয়া
বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ