• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪
ফাইল ছবি

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি এবং তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাজিজুর রহমান এ তথ্য দিয়েছেন।

এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

অবশ্য সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

প্রসঙ্গত, সাগরে সৃষ্ট লঘুচাপ স্থল গভীর নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় সারা দেশে বিগত কয়েকদিন বৃষ্টি অব্যাহত রয়েছে। শনি ও রোববার ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। সোমবারেও রাজধানীর অনেক জায়গায় বৃষ্টির দেখা মিলেছে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া যেমন থাকবে
বাগেরহাটে টানা বৃষ্টিতে ৫০ কোটি টাকার ক্ষতি
তাপপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ
৩ অঞ্চলে ঝড়-বৃষ্টি, হুঁশিয়ারি সংকেত