• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

ডিআরইউর সাবেক সভাপতি আজমল খাদেম আর নেই

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫

রেডিও বাংলাদেশের সংবাদপ্রবাহ গ্রন্থণাকার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আজমল হোসেন খাদেম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি পুত্র, জামাতা ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জুহর বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’গ্রন্থণা করে খ্যাতি অর্জন করেন। রাত নয়টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশির দশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।

আজমল হোসেন খাদেম ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন।

তার বড় কন্যা ও জামাতা ঢাকায় আছেন। দুই কন্যা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন।

আরটিভি/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক
গণমাধ্যমের ওপর আক্রমণ-হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী: টিআইবি
২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল, সিপিজের উদ্বেগ
সাংবাদিক নেতা মোল্লা জালাল কারাগারে