সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন, বাংলাদেশিদের অংশগ্রহণ
সৌদি আরবের জাতীয় দিবস ২৩ সেপ্টেম্বর তারিখে উদযাপিত হয়ে থাকে। ২০২৪ সালের ৯৪তম জাতীয় দিবস উদযাপনে সৌদি আরবের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল সৌদি নাগরিক এবং সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সরকারী ভাবেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাসসহ নানারকম অফার দিয়ে থাকে।
সৌদি আরবের পুর্বাঞ্চল প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন বানদর বিন আব্দুল আজিজের পৃষ্ঠপোষকতায় এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (সাবেক লেবার মিনিস্ট্রি) আয়োজনে সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার সমূদ্রতট এলাকায় ৯৪তম সৌদি জাতীয় দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে। এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় তিন হাজার বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় প্রতীক খেজুরগাছ ও দুই তলোয়ারের প্রতিকৃতি তৈরিতে সৌদি নাগরিকদের পাশাপাশি হাতে হাত রেখে বাংলদেশি অভিবাসীরাও অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি আরবের এই আনন্দঘন উৎসব উদযাপনে বাংলাদেশিদের অংশগ্রহণ সৌদি আরবের বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল শাখার প্রধান মোহাম্মদ আলসামারি, আলখোবার লেবার অফিসের প্রধান মনসুর বিন আলী, দাম্মাম লেবার অফিসের প্রধান উমায়ের উপস্থিত ছিলেন।
আরটিভি/ ডিসিএনই
মন্তব্য করুন