ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মার্ক জাকারবার্গের হাতে বিলাসবহুল ঘড়ি, জানেন দাম কত

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্প্রতি খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) তার একটি ছবি প্রকাশ করেছে অভিজাত ঘড়ির অনলাইন বাজার জোয়াপ্যাক্স। যার দাম শুনলে প্রথমে যে কেউই ঘাবড়ে যেতে পারেন। 

বিজ্ঞাপন

২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়িটির দাম সংস্করণভেদে ৯০ থেকে ৯৫ হাজার ৭০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৮ লাখ টাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলার ১২০ টাকা)।

বিজ্ঞাপন

মার্ক জাকারবার্গের হাতে থাকা ঘড়িটির বিষয়ে যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামসের ঘড়ি–বিশেষজ্ঞ ব্রায়ান লি জানিয়েছেন, বছরে মাত্র ২০টি ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়ি তৈরি করা হয়। ফলে ঘড়িটি যেমন বিলাসবহুল, তেমনি বিরলও।

জোয়াপ্যাক্সের এক্স পোস্টে দেখা গেছে, ১১ সেপ্টেম্বর অ্যাকুয়ার্ড এফএমের একটি সরাসির অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাকারবার্গ। কালো রঙের ঢিলেঢালা টি-শার্ট ও জিনস প্যান্ট পরিহিত জাকারবার্গের হাতে রয়েছে সাদা ও নীল ডায়ালের একটি ঘড়ি। সুইজারল্যান্ডের অভিজাত ও বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডি বেথুনের তৈরি ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়িটির দাম সংস্করণভেদে ৯০ থেকে ৯৫ হাজার ৭০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৮ লাখ টাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলার ১২০ টাকা)।

ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়িটির বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান ডি বেথুনের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘড়িটির ডায়াল সাদা ও গাঢ় নীল রং দিয়ে তৈরি। নীল ডায়ালের ওপর ছোট ছোট সাদা রঙের ছটাও রয়েছে। এসব সাদা ছটা মিল্কিওয়ে ছায়াপথে থাকা তারাগুলোর অবস্থান অনুযায়ী নকশা করা হয়েছে। ফলে ডায়ালটি দেখতে অনেকটা আকাশে থাকা তারাগুলোর মতো। ২৪ ক্যারেটের সোনালি পাত দিয়ে তৈরি করা হয়েছে ডায়ালটি।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |