সভা-সমাবেশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ
জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকায় সভা-সমাবেশ না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) এ সংক্রান্ত এক জরুরি নোটিশ জারি করা হয়।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
আরটিভি/এমএ/এসএ
মন্তব্য করুন