• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

সময় মাল্টিমিডিয়ার দায়িত্বে কামাল শাহরিয়ার

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ২০:৫৩
ফাইল ছবি

সময় মিডিয়া লিমিটেডের মাল্টিমিডিয়া টিমের দায়িত্ব পেয়েছেন কামাল হোসাইন শাহরিয়ার।

গত ৩০ সেপ্টেম্বর তাকে চিঠি দিয়ে এ দায়িত্ব দিয়েছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। পহেলা অক্টোবর থেকে তিনি দায়িত্ব নেন।

এর আগে, প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডেস্কের লিড হিসেবে কর্মরত ছিলেন কামাল শাহরিয়ার। ন্যাশনাল ডেস্কের হয়ে টেলিভিশন, ওয়েব এবং ডিজিটাল প্লাটফর্মের সমন্বয় করতেন।

বরিশালের আঞ্চলিক পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন কামাল শাহরিয়ার। এরপর ঢাকায় এসে দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজ শুরু করেন। এছাড়া দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, বাংলানিউজ টোয়েন্টফোর ডটকম, ঢাকা টাইমস টোয়েন্টফোর ডটকমেও কাজ করেন কামাল শাহরিয়ার।

মাঝে বন্ধুদের সঙ্গে যুক্ত হন দেশটাইমস টোয়েন্টফোর ডটকম নামে একটি অনলাইন পোর্টালে। নানা কারণে সেটি বন্ধ হয়ে গেলে যোগ দেন সময় টেলিভিশনে। ২০২১ সালে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ থাকা অবস্থায় সময় টিভি ছেড়ে দিয়ে এখন টিভির ন্যাশনাল ডেস্কের প্রধান হিসেবে যোগ দেন।

২০২৩ সালে এখন টিভি ছেড়ে ন্যাশনাল লিড হিসেবে আবারও সময় টেলিভিশনে ফেরেন তিনি। মূলত, সময় ও এখন টিভি- দুটোই সিটি গ্রুপের মালিকানাধীন।

নতুন দায়িত্ব নেওয়ার বিষয়ে কামাল শাহরিয়ার বলেন, ডিজিটাল বলেন আর মাল্টিমিডিয়া প্লাটফর্মই বলেন, আমার জন্য এটা খুব বড় চ্যালেঞ্জিং দায়িত্ব। কারণ ভিউয়ারকে তার পছন্দ বা চাহিদামতো কন্টেন্ট সরবরাহ করতে হয়।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়