• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৬
ডেঙ্গু
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮৩
দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৩৬