• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ কোনগুলো

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৩:১৫
ছবি: সংগৃহীত

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দেশটির বেশির ভাগই ইউরোপের।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অক্টোবর মাসের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ হলো—

তালিকায় প্রথমেই রয়েছে লুক্সেমবার্গ। ইউরোপের এই দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যাকাও। এটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। দেশটির এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

তৃতীয় ধনী দেন আয়ারল্যান্ড। ইউরোপের এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

আর চতুর্থ দেশটির নাম সিঙ্গাপুর। এশিয়ার এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

পঞ্চম অবস্থানে রয়েছে এশিয়ার দেশ কাতার। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

তালিকার ষষ্ঠ দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

তালিকায় থাকা সপ্তম দেশের নাম সুইজারল্যান্ড। ইউরোপের এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

আর অষ্টম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ সান মারিনো। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের নবমটি হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

আর দশম অবস্থানে রয়েছে নরওয়ে। ইউরোপের এই দেশের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইজারল্যান্ড থেকে আসবে ১৩২৬ কোটি টাকার এলএনজি
ভারতকে দেওয়া মর্যাদা প্রত্যাহার করে নিল সুইজারল্যান্ড
ভারতের জন্য বরাদ্দ ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড
অবশেষে জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো