• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সেলিম-আলী পরিষদের নির্বাচনী সভা

এস এম কবির, নিউইয়র্ক প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০২৪, ১৬:১৪

সেলিম-আলী প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিম-আলী পরিষদ নির্বাচিত হলে বাংলাদেশ সেন্টার, মূলধারায় শক্ত অবস্থান প্রতিষ্ঠা,ঐক্যবদ্ধ কমিউনিটি, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও সর্বজনীন সংগঠনে রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। মহিলা সম্পাদক পদ সৃষ্টিসহ নারীর ক্ষমতায়নেও পদক্ষেপ গ্রহণে এই প্যানেলটির প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিম-আলী প্যানেলের নির্বাচনী সমাবেশ থেকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পরিষদের আপত্তিকৃত ২৮২টি ভোট বাতিল করার দাবি জানানো হয়।

সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির শামীম মিয়া ও শামীম আহমেদের যৌথ পরিচালনায় এবং ব্রংকস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলম এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া রুমী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি এক্টিভিস্ট শহীদ আহমেদ, জুনেদ চৌধুরী, মোমিনুল হক, খলিলুর রহমান, আনোয়ারুল ইসলাম, এ ইসলাম মামুন, কফিল আহমেদ, বেলাল উদ্দিন , আনোয়ার আহমেদ প্রমুখ। সমাবেশে সেলিম-আলী প্যানেলের কর্মী-সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর নাম ও স্থান নির্বাচন কমিশন পরে জানিয়ে দিবে। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে ‘রুহুল-জাহিদ’ পরিষদ।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়