• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১১ দিন ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ০৮:২৭
ফাইল ছবি

টানা ১১ দিনের ছুটির আমেজ কাটিয়ে আজ থেকে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

এ বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ গণমাধ্যমকে বলেন, ১১ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল। সব অভিভাবককে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন বলেন, সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখলাম। বেশ উৎফুল্ল দেখাচ্ছিল সবাইকে ।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঙ্গলবার খুলছে ঢাকা সিটি কলেজ
৩ মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে সাফারি পার্ক
শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের সহায়তা কামনা
শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় বাড়ল