‘বাংলা আমার’-এর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রিয় পঙক্তিমালা’
সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা আমার’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিয় পঙ্ক্তিমালা’ অনুষ্ঠান।
শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘প্রিয় পঙ্ক্তিমালা’ শিরোনামে অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে বাংলা আমার-এর আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব, অতিথি হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, মাসুম আজিজুল বাসার এবং জনাব আলি আকবর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠের সদস্য রঞ্জু নাহার মনি।
বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ বলেন, সুস্থ মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার কোনো বিপল্প নেই। নিয়মিত সংস্কৃতি চর্চার মানুষের মানবিক মূল্যবোধ তৈরি হয়। ‘বংলা আমার’ শিশু-কিশোর এবং বড়দের নিয়ে প্রায় ৭ বছর ধরে নিয়মিত সংস্কৃতি চর্চা করে চলেছে। দীর্ঘদিন ধরে আবৃত্তি অঙ্গনে একটা গুমট ভাব তৈরি হয়ে আছে। আজকের এই আয়োজন শুধু আবৃত্তি বা গান-নৃত্য পরিবেশনের জন্য না, এটি শিল্পীদের একটি মিলনমেলাও।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন সাজেদুল করিম সুজন, গাজী তরিকুল ইসলাম, হুর-এ-জান্নাত, মাহিনুর মুমু, পলি পারভীন, ঋতুরাজ ফিরোজ, রশিদ কামাল, মাহমুদা সিদ্দিকা সুমি, নাজমুল আহসান তরুণ, নাসিমা খান বকুল ও কাজী রাজেশ প্রমুখ।
এ ছাড়া বাংলা আমার-এর সদস্য দুলাল মাহমুদ, আবিদুর রহমান ফাহিম, মৃন্ময় চৌধুরী, তাহমিনা আক্তার ছবি, জুবায়ের হোসেন, লুৎফুন্নাহার সোনিয়া, আরিফা বেগম, কান্তা আরিফিন, তমালিকা রায় চৌধুরী, স্বর্ণলতা ঘোষ, লিপি সরকার প্রমুখও আবৃত্তি পরিবেশন করেন।
ক্ষুদে সদস্য হিসেবে ছিল মো. আনাস কবির, আরুষি রাজশ্রী গাইন, ফারওয়াহ ইসলাম মুনাদ, তাহরিম তারেক ইহান, আয়েশা জাবীন, ফাইজা ফারাহ আরিশা, ফাইরুজ লুবাবা, রিদওয়ানা আয়াত, জুন নুরাইন খান জামিয়া, সিয়ারা নূর দাহমা, সাফওয়ানা জাহান, শেখ মানহা মাহমুদ, আরিবাহ্ সিদ্দিক, শানুম জারিন, সামাইরা হক, আওসাফ আনোয়ার, আবু বকর, মিশেল মাহবিন সৌর্হাদ্য, শাহীদ কাউসারুল আনোয়ার, ফাতেমা আক্তার, তরু, রুয়াব, মহিমা, অথিন, তাহিফা জাহান তুবা, ফাবিহা তাসফিয়া, আশফিয়া হাবীব, জাহবিয়া হাবিব, মৈত্রী সরকার, আরাধ্যা সেনগুপ্ত, আলিজা হাসান, আবেদা যারীন, আয়মান ফারজানা আরিশা, নাজিফা তাসনিম রহমান, ইব্রা বিনতে মাহমুদ, জ্যাসিনা আয়াত মালিক, তাসফিয়া রহমান মানহা, অপরাজিতা সরকার, তহুরা সাফরিন রিদা, লিয়ানা, আবৃত্তি কুন্ডু, রাইয়ান আহসান, আয়ান জামান রুবাই, তাসকিন বিন মুশফিক, সাদিয়া তাসনিম সাফা, রিশান আহসান, রওশান আসফিয়া, সুহাদা মাঈনুল মানহা, ফারিহা আমিন, জান্নাতুল ফেরদৌস মিনহা, সাদ বিন মোস্তাফা, সাবাউন, উমাইযা মাহরীন প্রমুখ।
মন্তব্য করুন