• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হজের নিবন্ধনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫৯
হজ
ছবি: সংগৃহীত

কোটা পূরণ না হওয়ায় চলতি বছরে হজের নিবন্ধনের সময় প্রথম দফায় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে চলতি বছরের ২৫ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

প্রসঙ্গত, চলতি বছর হজের নিবন্ধনের শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন। তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাঁবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা
খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা
হজের প্রাথমিক নিবন্ধন করেছেন ১০৮৭ জন, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
হজের নিবন্ধনের শুরুতেই ভাটা