• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১৮ বছর পর সিরাত সেমিনার

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ২২:০৩
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে
ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দীর্ঘ ১৮ বছর পর সিরাত সেমিনার ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও মোহাম্মদ রাশেদুল ইসলামসহ ক্যাম্পাসের অন্যান্য শিল্পীরা।

এ সময় কলেজের পক্ষ থেকে আলোচকদের ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিন।

রোগীর মনের ভাষা উপলব্ধি করে স্বাস্থ্যসেবা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে যেন রোগীর প্রতি কোনো অবহেলা না হয় সে দিকে সজাগ থাকতে হবে।

মেডিকেলের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসাইনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব শাইখ সাদিকুর রহমান আল আজহারী ও মসজিদুল জুম্মা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫ 
রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ