• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাবি শিক্ষার্থীদের জন্য শিগগিরই চালু হচ্ছে শাটল বাস

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২০:১১
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য সুখবর। শিগগিরই ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু ও রুট নির্ধারণ করা হচ্ছে। একইসঙ্গে ক্যাম্পাসে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ ও ছয়টি প্রবেশ মুখে ‘বার’ স্থাপন করা হবে।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে সাক্ষাৎ করতে যায়। এ সময় তারা এসব বিষয়ে আলোচনা করেন।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি, এই বাস সার্ভিস দ্রুত চালু করা হবে।

ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, ক্যাম্পাসে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা
৯ বছর পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঢাবি-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা