• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

অংকুরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার শিশু কিশোর সংগঠন অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে গুণীজন হিসেবে আরও ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা স্মারক দেয়া হয়। তারা হলেন- সাহিত্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল (সাহিত্য), বিশিষ্ট সেতার ও বংশীবাদক সঞ্জীত কুমার রায় (যন্ত্রসঙ্গীত), কণ্ঠশিল্পী রওনক জাহান রাইসা (সঙ্গীত)। সম্মাননা পাওয়া গুণীজনদের প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজবন্ড মানিও দেয়া হয়।

পাশাপাশি শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন অংকুরের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাকারিয়া, সহ সভাপতি অরুপ রায় অপু ও যুগান্তরের সাংবাদিক হেলাল উদ্দিন।

অংকুর পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবদীন, লেখক-গবেষক শাহ সানাউল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও সমাজসেবক কবি দেওয়ান মারুফ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অংকুরের উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। সম্মাননা স্মারক প্রদান শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

উল্লেখ্য, প্রায় তিনদশক ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা, আবৃত্তি ও নাট্য অভিনেতা হিসেবে তিনি সুপরিচিত।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
মুক্তিযোদ্ধার মর্যাদায় সমাহিত হচ্ছেন বিএনপি নেতা হারিস চৌধুরী
আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান
‘জুলাই বিপ্লবে’ সাহসী ভূমিকা রাখায় ১৩ গণমাধ্যমকর্মীকে সম্মাননা