• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কতা

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৪:২৯
ফাইল ছবি

তথ্য চুরির পাশাপাশি আইফোন অকেজো করতে পারে এমন স্পাইওয়্যারের সন্ধান পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফ্যাব্রিক।

রোববার (৩ নভেম্বর) দ্য হ্যাকার নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থ্রেটফ্যাব্রিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের জন্য বিশেষভাবে তৈরি স্পাইওয়্যারটির নাম ‘লাইটস্পাই’। যা এর আগের সংস্করণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সাইবার অপরাধীদের তৈরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলেই স্পাইওয়্যারটি আইফোনে প্রবেশ করে। ফলে ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহের পাশাপাশি আইফোনকে পুরোপুরি অকেজো করে দিতে পারে অপরাধীরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইটস্পাই যে ডিভাইসে প্রবেশ করে সেই ডিভাইসের ফোন নম্বর, ফোন কলের ইতিহাস ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য, স্ক্রিনশট, অবস্থান, আইক্লাউড, সাউন্ড রেকর্ডিং, ছবি, ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ আদান-প্রদান করা বার্তার তথ্য সংগ্রহ করতে পারে।

লাইটস্পাই এমনই শক্তিশালী যে এটি টেলিগ্রাম, উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের তথ্য সংগ্রহ করার পাশাপাশি আইফোন থেকে বিভিন্ন বার্তা বা ফোন নম্বরও মুছে ফেলতে সক্ষম।

আইফোনকে যেভাবে আক্রান্ত করে লাইটস্পাই

ওয়েবকিট এক্সপ্লোইট ব্যবহার করে একটি ডট পিএনজি এক্সটেনশনের ফাইলের মাধ্যমে আইফোনে প্রবেশ করে লাইটস্পাইটি। পরে ফ্রেমওয়ার্কলোডার নামের একটি কম্পোনেন্টের মাধ্যমে স্পাইওয়ারের মূল কোর মডিউল ও অন্যান্য প্লাগইন গোপনে ডাউনলোড করে। এসব মডিউল ও প্লাগইন আলাদা ফোল্ডার তৈরি করে আইফোনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে। একই সঙ্গে সেসব সাইবার অপরাধীদের কাছে পাঠায়।

নিরাপদ থাকতে যে পদক্ষেপ নিতে হবে

থ্রেটফ্যাব্রিক জানিয়েছে, লাইটস্পাইয়ের আক্রমণ থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের আইওএস হালনাগাদ করতে হবে। একই সঙ্গে সন্দেহজনক লিংক কিংবা ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে বিশেষ সতর্কতা
মিয়ানমার সীমান্তে উত্তেজনা, নাফনদীতে নৌযান চলাচলে সতর্কতা
যেসব আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা