• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফুল থেকে তৈরি অর্ধকোটি টাকার ডায়মন্ড!

কানিজ ফাতেমা শিমু

  ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

কাঁচ থেকে ডায়মন্ড তৈরির কথা তো অনেকেই শুনেছেন, রীতিমতো বোকাও বনে গেছেন অনেকে। তবে এবার যা ঘটেছে, তা যেন কল্পনাকেও হার মানায়। কিন্তু কখনো কি শুনেছেন? ফুল থেকে তৈরি হয় ডায়মন্ড? হ্যাঁ ঠিকই শুনছেন, চীনের লুয়য়াং শহরের বিখ্যাত পিওনি ফুল, যা এত দিন ফুলদানিতে সাজানো থাকতো, এবার তা রূপান্তরিত হয়েছে এক বিশেষ রত্ন ডায়মন্ডে। চীনের টাইম প্রমিজ কোম্পানির ল্যাবরেটরির বিজ্ঞানীরা প্রথমবারের মতো পিওনি ফুলের উপাদান ব্যবহার করে পৃথিবীর প্রথম ডায়মন্ড তৈরি করেছেন, যা সম্পূর্ণ নতুন এক দিগন্ত খুলে দিয়েছে।

এই বিশেষ ডায়মন্ড তৈরি হয়েছে চীনের জাতীয় ফুল উদ্যানের প্রথম লাল পিওনি থেকে, যা ২৩ বছর আগে লাগানো হয়েছিল। পিওনি থেকে তৈরি একটি ডায়মন্ড প্রস্তুত করতে প্রায় ৩০ দিন সময় লাগে। তবে কাস্টমাইজড অর্ডারের জন্য সময় লাগতে পারে ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত। কিন্তু জানেন কি? কীভাবে শুরু হয়েছিল তাদের এই যাত্রা?

তাদের এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয় ২০০৩ সালে। তখন থেকেই কোম্পানির প্রতিষ্ঠাতা ওয়াং জিংএবং তার দল এই অনন্য রত্ন তৈরির স্বপ্ন দেখছিলেন। দীর্ঘ ৭ বছরের পরিশ্রম এবং ২০১০ সালে পেটেন্টের জন্য আবেদন করার পর, অবশেষে ২০১২ সালে সেই অনুমোদন পেলেন তারা। কিন্তু তখনো পথচলা থামেনি। ২০১৬ সালে শুরু হলো আরও উন্নত অটোমেশন যন্ত্রপাতি তৈরির কাজ, যা সফলভাবে শেষ হলো ২০২৩ সালে।

ওয়াং জিং জানান, এই ডায়মন্ড তৈরির পিছনে ছিল অনেক কঠিন মুহূর্ত। গবেষণার খরচ মেটাতে তারা নিজেদের বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।
আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং একাধিকবার মনে হয়েছিল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এমনকি এক পর্যায়ে আমাদের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল গবেষণার জন্য। কত বিনিয়োগ করতে হয়েছে বা গবেষণার খরচ কত হয়েছে, তা নির্ধারণ করা খুবই কঠিন।

এই ডায়মন্ডের বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় অর্ধ কোটি টাকা। ওয়াং জিং বিশ্বাস করেন, ভবিষ্যতে এমন ডায়মন্ডের বাজার আরও প্রসারিত হবে। ওয়াং জিংবলেন প্রতিটি ডায়মন্ডের যেমন নিজস্ব আকর্ষণ থাকে, তেমনি এই পিওনি ডায়মন্ডেরও অনন্যতা রয়েছে। এটা মানুষকে নিজস্ব রত্নের মাধ্যমে তাদের উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়ার সুযোগ।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্য খেজুর থেকে ভিনেগার উৎপাদনে সফল বাকৃবির গবেষক দল
মৃত মানুষকে জীবিত করতে যাচ্ছে বিজ্ঞানীরা!
এবার ঘটানো হচ্ছে কৃত্রিম সূর্যগ্রহণ!
কোভিড নিয়ে নতুন গবেষণা, চাঞ্চল্যকর তথ্য দিলেন জার্মান গবেষকরা