• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল, সিপিজের উদ্বেগ

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৩
সিপিজে
ছবি: সংগৃহীত

সরকার আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিটি সিপিজে এশিয়ার ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের সমর্থক বলে মনে করা আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন মঙ্গলবার অন্তর্বর্তী তথ্য মন্ত্রণালয়ের বাতিল করার খবরে সিপিজে উদ্বিগ্ন।

সাংবাদিকদের কাজের জন্য তাদের নিশানা বানাতে প্রেস অ্যাক্রিডিটেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত নয়। এর ফলে গণমাধ্যম সেন্সরশিপের ঝুঁকিতে পড়বে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর এক আদেশে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি তদন্ত কমিটি গঠন
৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার
ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়