• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি

  ১১ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দেশ মিশরে গত শনিবার (৯ নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ।

এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সময় বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দুটি দল ‘তাব্বা বনাম দাররাসা’ টিমের মধ্যে।

দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গ ছাত্র সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দাররাসা টিম ২-০ গোলে এগিয়ে যায় এবং বিরতির পর আরও দুই গোল দিয়ে চূড়ান্ত জয় অর্জন করতে সক্ষম হয় তারা।

দাররাসা টিমের হয়ে মোহাম্মদ ওমায়ের (২২) দুই গোল, মিনহাজ (২১) এবং নাসিম (২০) এক এক গোল করে দাররাসার বিজয় চূড়ান্ত করে।

ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলা -উদ্দিন-মুহাম্মদ ইমাম সহ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ সহ দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি।

আরটিভি/ডিসিএনই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেরাউনের তৈরি মন্দির মাবাদে আবু সাম্বল
মিশরে শীতকালীন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রদূত সামিনা নাজ
মিশরে জাতিসংঘ প্রদর্শনীতে সিলেটের প্রকল্প উপস্থাপন
‘প্রিয় মালতী’ নিয়ে এবার মেহজাবীনের যাত্রা মিশরে