• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাত কলেজ ইস্যুতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৪৯
ছবি: সংগৃহীত

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাবির আরবি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকার পরও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলা হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক র‍্যাংকিং গণনার ক্ষেত্রেও অধিভুক্ত সাত কলেজকে বিবেচনা করা হয় বিধায় ঢাবির অবস্থান নিম্নমুখী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তী সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই, যেন দ্রুত সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়।

শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা, দিলেন হুঁশিয়ারি
রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
শিক্ষার্থীদের ওপর হামলা, রাজবাড়ীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার