নতুন কর্মসূচি তিতুমীর শিক্ষার্থীদের
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজে ফিরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।
এ সময় তারা জানান, সচিবালয় থেকে মঙ্গণলবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্টরা বসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না।
আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলেও জানান তারা।
এর আগে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে বিকেল ৪টার দিকে সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান তারা।
আরটিভি/এসএপি-টি
মন্তব্য করুন