মেলবোর্নের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশি ১০ প্রতিষ্ঠান
![](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/20/image-300721-1732050487.jpg)
অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী মঙ্গলবার শুরু হয়েছে। মেলবোর্ন কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাকসামগ্রী প্রদর্শন করছে ৮টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া তৈরি পোশাক শিল্পের আরও ২টি প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।
মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। এছাড়া উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ।
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৪৫০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুবার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩৮তম বাণিজ্যিক অংশীদার।
আরটিভি/এএএ
মন্তব্য করুন
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
![হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/23/image-301173-1732342004.jpg)
হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
![হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/25/image-301444-1732479814.jpg)
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর
![ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/25/image-301534-1732537141.jpg)
ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ নিয়ে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
![ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ নিয়ে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302102-1732874946.jpg)
নিম্নচাপ ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত, যা আছে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে
![নিম্নচাপ ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত, যা আছে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302134-1732887118.jpg)
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে
![ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302144-1732890372.jpg)
চিন্ময় দাসের গ্রেপ্তার ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি
![চিন্ময় দাসের গ্রেপ্তার ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে জাতিসংঘে বিবৃতি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/30/image-302186-1732910303.jpg)