ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উদযাপন

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ০৯:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে দেশের বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উদযাপিত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় বন্ধু, সুহৃদ ও ভক্তদের শুভেচ্ছায় তিনি সিক্ত হন।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান, প্রকাশনা সংস্থা বর্ণমালার কর্ণধার মামুন অর রশিদ, প্রকাশনা সংস্থা শেকড় এর স্বত্তাধিকারী মিজানুর রহমান সর্দার মিলন, কবি এবিএম সোহেল রশিদ, অর্থনীতিবিদ নুরুজ্জামান মাসুদ, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর প্রমুখ তাকে শুভেচ্ছা জানান। 

বিজ্ঞাপন

এ সময় স্টালিনকে সাংগঠনিকভাবে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় কবিতা পরিষদ, শব্দকুঠির পরিবার, প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক সংস্থা ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ। 

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, রেজাউদ্দিন স্টালিনের কবিতা সবচেয়ে বেশি ভাষায় অনুদিত হয়েছে। কালের গহ্বরে অনেকে হারিয়ে গেলেও রেজাউদ্দিন স্টালিন হারিয়ে যাননি। অর্থনীতির ছাত্র হয়েও তিনি অর্মত্য সেনের মতো কবিতা চর্চা করেছেন। 

তারা আরও বলেন, গণমানুষের পক্ষে স্টালিন আরও বেশি লিখবেন এটাই প্রত্যাশা করছি। তিনি দীর্ঘদিন লিখছেন। কবিতার মধ্য দিয়েই স্টালিন বেঁচে থাকবেন আজীবন। কবি ছাড়াও ব্যক্তিজীবনে স্টালিন অসাধারণ একজন মানুষ। তিনি পরোপকারী।  

বিজ্ঞাপন

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান আবৃত্তিকার ও সংগীতশিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

প্রসঙ্গত, রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |