• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অনাগত সন্তানকে দেখার আগেই অগ্নিদগ্ধ হয়ে মিশর প্রবাসীর মৃত্যু

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯

বাবা মানে আশ্রয়স্থল, বাবা মানেই পায়ের তলায় শক্ত মাটি। সন্তানের প্রতি বাবার ভালোবাসা স্বপ্ন থাকে আকাশ সমান বিশাল। সেই স্বপ্ন পূরণ আর পরিবারে স্বচ্ছতা আনতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ভাগ্যের চাকা ঘোরাতে মিশর এসেছিলেন চাঁদপুরের ফাইজুল ইসলাম (৩৫)। কিন্তু অনাগত সন্তানের মুখ আর দেখা হলো না। মিশর পৌঁছে কাজে যোগ দেওয়ার ১৫ দিনের মধ্যেই অগ্নিদগ্ধ হন তিনিসহ আরো দু'জন।

জানা যায়, মিশরের ইসমায়েলিয়া শহরে নিজ বাসায় রাতের খাবার রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন ফাইজুল ইসলাম তার সন্তান জন্মের কয়েক দিন আগে। এই অগ্নিদগ্ধে আহত হয়ে ইসমায়েলিয়ার আবু খালিফা‌ হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিশোরগঞ্জের মোঃ হানিফ (৪২) ও ফরিদপুরের লুৎফর রহমান (২৬) নামে আরও দুজন।

নিহত ফাইজুল ইসলামের ভাই, কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের শিক্ষার্থী সুজন সরদার জানান, গত ২৩শে অক্টোবর আল- আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এয়াহিয়া তানভির এর মাধ্যমে মিশর আসেন আমার ভাই। কায়রো পৌঁছার পর পোশাক শিল্পে কাজ দেওয়ার কথা বলে ইসমায়েলিয়া শহড়ের কানতারায় এলাকায় পাঠিয়ে দেন। তার পর থেকে আমার সাথে ভাইয়ের কোন যোগাযোগ ছিল না বা করতেও পারিনি।

জনৈক ব্যক্তির মাধ্যমে গত ৫ অক্টোবর জানতে পারি সে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। অনেক খুঁজাখুঁজির পর ইসমায়েলিয়ার আবু খালিফা নামক একটি হাসপাতালে তাকে পাই। রুগির অবস্থার অবনতি দেখে হাসপাতাল কতৃপক্ষ পুলিশ পাহারায় তাকে পার্শ্ববর্তী শহর জাকজিক এর বার্ন স্পেশাল হাসপাতালে স্থানান্তর করেন। চার দিন হাসপাতালের লাইফ সাপোর্ট থাকার পর জীবন যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আমার ভাই।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর থেকে এয়াহিয়া তানভিরের কোন সহযোগিতা পাইনি এমনকি তার সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি।

বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন স্যার আসছিলেন, ভাইকে দেখে কিছু আর্থিক সহায়তা করে গেছেন। পরে পরিবারের ইচ্ছায় দুতাবাসের সহযোগিতা ও আমাদের ব্যক্তিগত খরচে ভাইয়ের লাশ দেশে‌ পাঠিয়েছি। লাশ দেশে পৌঁছার ১ সপ্তাহ পর তার অনাগত সন্তানের জন্ম হয়।

সুজন আরো বলেন, আমি আর্থিক কোন সহযোগিতা চাই না, বাংলাদেশ সরকার ও মিশরে বাংলাদেশ দূতাবাসের কাছে আমার অনুরোধ, ছাত্র নামধারী তানভিরের মত দালালদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হউক, যাতে মিষ্টি কথার প্রলোভনে পরে অবৈধ ভাবে মিশর এসে আর কোন মায়ের বুক খালি না হয়।

ইসমায়েলিয়ার আবু খালিফা হাসপাতাল থেকে আহত আবু হানিফ এই প্রতিনিধিকে জানান, ঐ দিন সন্ধ্যায় রান্না করার সময় বিদ্যুৎতিক লাইনে আগুন লেগে মুহুর্তর মধ্যে পাক ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তাড়াহুড়ো করে বাহির হতে গিয়ে ও আমরা আগুনে দগ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের ইসমায়েলিয়ার আবু খালিফা নামক একটি হাসপাতালে ভর্তি করে। তিনজনের মধ্যে ফাইজুল ইসলাম জাগজিগ হাসপাতালে মারা গিয়েছেন বলে শুনেছি। আমি ও লুৎফর এই হাসপাতালেই ভর্তি আছি। আমাদের শরীরে অনেক অংশই ঝলসে গেছে।

আবু হানিফ আরো জানান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এয়াহিয়া তানভির এর মাধ্যমে প্রত্যেকের নিকট থেকে ৪ লক্ষ টাকার বিনিময়ে মিশর আনেন অন-এরাইভ্যাল ভিসা দিয়ে। আসার পর তাদের কাজ দিতে নিয়ে যান ইসমায়েলিয়ার এক পোশাক শিল্প কারখানায়। কিন্তু তাদের কাজের অভিজ্ঞতা না থাকায় কারখানা কর্তৃপক্ষ বলেন কাজ শিখে আসতে। তার কথা মত এহিয়া লুৎফর তাদেরকে শিক্ষা নবীস হিসেবে কাজ দেন ছোট্ট একটি কারখানায়। কাজ শেষে ঘরে এসে নিজেদের রান্না করার সময় ঘটে এই দুর্ঘটনা।

এদিকে তানভির এয়াহিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই তিনজনকে আমি ভ্রমন ভিসায় মিশর এনে কাজ দিয়েছিলাম ইসমায়েলিয়ার কান্তা এলাকার একটি ছোট কারখানায়। পরে শুনতে পারলাম ওরা নিজেদের বাসায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ব্যস্ততার জন্য আমি তাদের দেখতে যেতে পারিনি। তবে, লোক পাঠিয়ে তাদের খুঁজ খবর নিচ্ছি। মিশরে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট বন্ধ জেনেও আপনি কেন অবৈধ ভাবে দেশ থেকে লোক আনেন, এমন প্রশ্নের জবাবে তানভির বলেন, মিশরের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে ভিসিট ভিসায় এসেও এদেশে কাজ করতে পারবে ওয়ার্ক পারমিট ছাড়া। সেই ওয়েবসাইটের লিংক চাইলে পাঠাবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা
কায়রোতে ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার মন্ত্রীর বৈঠক
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস
মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা